সকাল ৮:২০,   রবিবার,   ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ পৌরসভার ৯টি পয়েন্টে বিক্রি হবে বিশেষ ওএমএস’র চাল

স্টাফ রিপোর্টার :
করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী ঘোষিত বিশেষ ওএমএস কার্যক্রমের আওতায় সুনামগঞ্জে আগামীকাল রোববার(৫এপ্রিল) থেকে ১০টাকা কেজি মূল্যে চাল বিক্রি শুরু হবে। দিনমজুর, ভ্যানচালক, পরিবহন শ্রমিক, ফেরিওয়ালা, চায়ের দোকানদার, ভিক্ষুক, ভবঘুরে তৃতীয়লিঙ্গ(হিজড়া) সম্প্রদায়সহ অন্যান্য কর্মহীন মানুষের নিকট কার্ডের মাধ্যমে এই চাল বিক্রি করা হবে।
সুনামগঞ্জ পৌরসভার ৯টি পয়েন্টে বিশেষ ওএমএস’র চাল বিক্রি হবে।
মাদ্রাসা পয়েন্ট, হাসননগরে ডিলার তৌহিদ রশিদ চৌধুরী, পুরাতন বাস স্টেশনে ডিলার কেবি মোর্শেদ, বড়পাড়ায় ডিলার আব্দুল মতিন, পুরাতন জেল রোডে ডিলার মো. মঈনুল ইসলাম, ময়নার পয়েন্টে ডিলার পঙ্কজ চৌধুরী, তেঘরিয়ায় ডিলার মিজান চৌধুরী, উকিলপাড়ায় ডিলার বিধান চন্দ্র দাস, ষোলঘর পয়েন্টে (পবন কমিউনিটি সেন্টার) ডিলার আব্দুল হাদি, নতুনপাড়ায় ডিলার রতন লাল ধর ওএমএস’র চাল বিক্রি করবেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানান, একজন ক্রেতা সপ্তাহে একবার ৫কেজি চাল ক্রয় করতে পারবেন। সপ্তাহে তিন দিন রবি, মঙ্গল, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চাল বিক্রয় হবে। একই পরিবারের একাদিক সদস্য চাল ক্রয় করতে পারবেন না।