রাত ১:৩১,   বুধবার,   ২রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির কমিটি বাতিলে মহাপরিচালকের সম্মতি


স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটি বাতিলের সম্মতি দেয়া হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহা পরিচালক লিয়াকত আলী লাকীর স্বাক্ষরিত এক পত্রে এই কমিটি বাতিলের সম্মতি প্রদান করা হয়।
জেলা প্রশাসকের কাছে পাঠানো মহাপরিচালকের সম্মতি পত্রে বলা হয় “উপযুক্ত বিষয়ে সূত্রোক্ত পত্রে উল্লিখিত অসৌজন্যমুলক আচরণের প্রেক্ষিতে বর্তমান কার্যনির্বাহী কমিটি ভেঙ্গে দেয়ার মত পরিস্থিতি বিদ্যমান থাকলে জেলা শিল্পকলা একাডেমির গঠনতন্ত্রের ধারা ৭(ক) অনুযায়ি কার্যনির্বাহী কমিটি বাতিল করার বিষয়ে এ কার্যালয়ের সম্মতি জ্ঞাপন করা হলো।
উল্লেখ্য সম্পতি জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শামছুল আবেদীন বিরুদ্ধে অসৌজন্যমুলক আচরনের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেন জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাবেল। শিল্পকলা একাডেমি পরিচালনায় নানাবিদ অনিয়মের প্রেক্ষিতে কমিটি বাতিলের এই সম্মতি প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা
এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের মোবাইল ফোনে কমিটি বাতিলের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি একটি পত্র পেয়েছি।