রাত ৯:২৭,   রবিবার,   ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগ‌ঞ্জে আ.লী‌গের দুই গ্রু‌পের পাল্টাপা‌ল্টি বিজয় দিবস পালন

স্টাফ রি‌পোর্টার :
সুনামগঞ্জ জেলা আওয়ামী লী‌গে প্রকা‌শ্যে বি‌রোধ দেখা দি‌য়ে‌ছে। এ‌ত দিন দুই মি‌ছিল, সমাবে‌শে বিবাদমানও দুই গ্রুপ এ‌কে অ‌ন্যের বি‌রোধীতা কর‌লেও মহান বিজয় দিবসে পাল্টাপা‌ল্টি কর্মসূ‌চি পা‌লিত ক‌রে‌ছে।
এ‌তে এক গ্রুপের নেতৃত্ব দি‌য়ে‌ছেন, জেলা আওয়ামী লী‌গের সি‌নিয়র সহ সভাপ‌তি নুরুল হুদা মুকুট। অপর গ্রু‌পের কর্মসূ‌চি‌তে ছি‌লেন, জেলা ক‌মি‌টির সাধারণ সম্পাদক ব্যা‌রিস্টার এম এনামুল ক‌বির ইমন।
বৃহস্প‌তিবার বিজয় দিব‌সের প্রথম প্রহ‌রে জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ব্যা‌রিস্টার এম এনামুল ক‌বির ইমনের নেতৃ‌ত্বে নেতাকর্মীরা শ‌হিদ মু‌ক্তি‌যোদ্ধা স্মৃ‌তি ফল‌কে শ্রদ্ধ‌াঞ্জলী জানান। এসময় জেলা ক‌মিটির যুগ্ম সম্পাদক অ্যাড.নান্টু রায়, হায়দার চৌধুরী লিটন, কোষাধ্যক্ষ ইশ‌তিয়াক শামীম, দফতর সম্পাদক নূ‌রে আলম ছি‌দ্দিকী উজ্জ্বল, সদর আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক মোবারক হো‌সেন উপ‌স্থিত ছি‌লেন।
‌জেলা আওয়ামী লী‌গের সি‌নিয়র সহ সভাপ‌তি ও জেলা প‌রিষদ চেয়ারম্যান নুরুল মুকুটের ‌নেতৃ‌ত্বে সুনামগঞ্জ জেলা আওয়ামী লী‌গের ব্যানার প‌রে আবারও শ্রদ্ধাঞ্জলী দেয়া হয়।
এসময় জেলা ক‌মিটির সহ সভাপ‌তি সৈয়দ আবুল কা‌সেম, সাংগঠ‌নিক সম্পাদক শঙ্কর দাস, জুনেদ আহমদ, আইন বিষয়ক সম্পাদক আব্দুল ক‌রিম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সী‌তেশ তালুকদার মঞ্জু, শ্রম বিষয়ক সম্পাদক আজাদুল ইসলাম রতন, সদর আওয়‌ামী লী‌গের সভাপ‌তি হাজী আবুল কালাম উপ‌স্থিত ছি‌লেন।
‌পৌর মেয়র না‌দের বখত‌কে অবশ্য কারও সঙ্গে ফুল দি‌তে দেখা যায় নি। জেলা আওয়ামী লী‌গে‌র সভাপ‌তি ম‌তিউর রহমান বিজয় দিব‌সের কর্মসূ‌চি‌তে উপ‌স্থিত ছি‌লেন না।
এ‌দি‌কে বিজয় দিবসে আওয়ামী লী‌গের বিভ‌ক্ত কর্মসূ‌চি পা‌লিত হওয়ায় সাধারণ নেতাকর্মীরা মিশ্র প্র‌তি‌ক্রিয়াব্যক্ত ক‌রেছেন।
প্রসঙ্গত, এত‌দিন দুই গ্রু‌পের বি‌রোধ ম‌ধ্যে বি‌রোধ বি‌ভিন্ন সভা সমা‌বে‌শের বক্তৃতার ম‌ধ্যে সীম‌াবদ্ধ ছিল।