দুপুর ১:২১,   শনিবার,   ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

হাওরে এখন পর্যন্ত ৫ হাজার হেক্টর ফসলের ক্ষতি হয়েছে-পানি সম্পদ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, হাওরের ফসল রক্ষা বাঁধের কাজে অনিয়ম,দূর্নীতির সাথে যারা জড়িত তাদের চুড়ান্ত প্রতিবেদন দুই-তিন দিনের ভিতরে মন্ত্রণালয়ে জমা দিবে তদন্ত কমিটি।

মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে হাওরের ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনে যাওয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পানি সম্পদ প্রতিমন্ত্রী এই সব কথা বলেন।
পানি সম্পদ প্রতিমন্ত্রী আরও বলেন, হাওরে যে ফসল তলিয়ে গেছে সেটা সারা দেশের খাদ্য সংকটের কোন প্রভাব ফেলবে না। জেলায় এ বছর ২০১৭ সালের থেকেও বেশি পানি হয়েছে তবে বাঁধের কাজ ভালো হওয়ায় ক্ষতির পরিমাণ কম হয়েছে। তবে এখন পর্যন্ত ৫ হাজার হেক্টর ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতি গ্রস্ত কৃষকদের পূর্ণবাসনের সব ধরণের ব্যবস্তা নেয়া হবে।

প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, সুনামগঞ্জে বন্যার ফসলের ক্ষতি হলেও দেশে দ্রব্যমূলয়ের দাম বাড়বে না। সেই দিকেও আমাদের নজরদারি রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেন,পানি উন্নয়ন বোর্ডের নিতে প্রকৌশলী জহিরুল ইসলাম।