বিকাল ৫:৩৬,   শনিবার,   ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

হাওরে ফসল হানির প্রতিবাদে বিএনপির মানববন্ধন, স্মারক লিপি প্রদান

স্টাফ রিপোর্টার:
অপরিকল্পিত বাঁধ নির্মাণ, অনিয়ম ও ব্যাপক দূর্নীতির কারণে ফসল তলিয়ে যাওয়ার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন করেছে জেলা বিএনপি।

বুধবার (০৬ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে শহরের পুরাতন বাস ষ্টেশন এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম নুরুলের পরিচালনায় মানববন্ধন বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন,সহ-সভাপতি নাদের আহমদ, রেজাউল হক, আবুল মনসুর শওকত, অ্যাডভোকেট.শেরনূর আলী, অ্যাডভোকেট.মাশুক আলম, অ্যাডভোকেট.আব্দুল হক, আনিসুল হক, আবুল কালাম, যুগ্ম-সম্পাদক নূর হোসেন, অ্যাডভোকেট.জিয়াউর রহিম শাহিন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, গোলাম আমবিয়া মাজবুর পাবেল প্রমুখ।

মানববন্ধনে সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন বলেন,ফসল রক্ষা বাঁধের প্রকল্পে যে কোটি টাকার উপরে বরাদ্দ দেওয়া হয়েছিল এটা কার কার পকেটে গেছে পাই পাই করে হিসাব দিতে হবে।
পরে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন জেলা বিএনপি’র নেতা কর্মীরা।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন কৃষকদল,যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।