রাত ৯:৩২,   শনিবার,   ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৩ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

হাওর বাঁচলে কৃষক বাঁচবে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে-পানি সম্পদ উপমন্ত্রী

জামালগঞ্জ প্রতিনিধি:
পানি সম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম এমপি বলেছেন, মুজিববর্ষের উপহার হিসেবে গৃহনির্মাণ করে জননেত্রী গৃহহীন পরিবারের হাতে চাবি তুলে দিচ্ছেন। প্রতিটি ঘরে ঘরে পৌছে দেয়া হয়েছে বিদ্যুতের আলো। সোনার বাংলায় থাকবে না গৃহহীন পরিবার। জননেত্রীর আহবানে সারা দেশের অসহায় মানুষের খোজ নিয়ে গৃহনির্মাণ করে দেয়া হচ্ছে। দেশের মানুষের শান্তির জন্য জননেত্রী যে কোন কাজ করতে দ্বিধাবোধ করেন না। হাওরের বাঁধ নিয়ে কোন অনিয়ম সহ্য করা হবে না। হাওর বাঁচলে কৃষক বাঁচবে,কৃষক বাচলে দেশ বাঁচবে।
সোমবার দুপুরে জামালগঞ্জের পাগনার হাওরের ১৭ নং পিআইসির বাঁধ পরিদর্শন শেষে ভূমি মন্ত্রণালয়ের গুচ্ছগ্রাম ২য় পর্যায়ে (সিভিআরপি) প্রকল্পের অর্থায়নে বাস্তবায়িত আটগাঁও গুচ্ছগ্রাম পরিদর্শন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে জামালগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল কবিরের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবার রহমান মানিক এমপি, সুনামগঞ্জ-১আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা আক্তার খানম, পাউবোর মহাপরিচালক একে এম ওয়াহেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ব্যরিষ্টার এম এনামুল কবির ইমন।
এ ছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ আলী, সাধারন সম্পাদক এম নবী হোসেন ।
এ সময় উপস্থিত ছিলেন,পাউবোর সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী এস এম শহিদুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খুশী মোহন সরকার, সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী সবিবুর রহমান, এ এস পি জয়নাল আবেদীন, জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম, ফেনারবাঁক ইউনিয়ন চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, ভীমখালী ইউনিয়ন চেয়ারম্যান দুলাল মিয়া, সাবেক চেয়ারম্যান আব্দুল মন্নান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী আশরাফুজ্জামান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, জামালগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ও উপকারভোগী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি।