সকাল ৯:১৩,   সোমবার,   ২৩শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ছাতকে এসিল্যান্ড অফিসে দুর্ধষ চুরি

ছাতক প্রতিনিধি:
ছাতকে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে। সরকারী গুরুত্বপূর্ণ এ কার্যালয়ে চুরির ঘটনায় উপজেলার সর্বত্র ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। রহস্যজনক এ চুরির ঘটনায় ভূমি মালিকগনের অপূরনীয় ক্ষতির আশংকা রয়েছে বলে জানিয়েছেন সেবা নিতে আসা লোকজন।
জানাযায়,সোমবার দিবাগত রাতে এসিল্যান্ড কার্য্যালয় ও ছাতক সদর ভুমি অফিসের পেছনের জালানার গ্রিল কেটে সংঘবদ্ধ চোরের দল ভেতরে ঢুকে অফিসের গুরুত্বপূর্ণ ফাইলপত্র,ল্যাপটপ ইত্যাদি তছনছ করে অফিস কক্ষের মেঝেতে ফেলে যায় চোরেরা। পরদিন সকালে স্টাফরা অফিসে আসলে বিষয়টি নজরে আসে। খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।


ইউনিয়ন (ছাতক সদর) ভূমি কর্মকর্তা রমেন্দ্র নারায়ন দাস জানান,চোর জানালার গ্রিল কেটে ভিতরে ঢুকে আলমারি, ও সন্দুকের তালা ভেঙ্গে চুরির চেষ্টা করে তবে সন্দুকের ভিতরে আরেকটা তালা থাকার কারণে সন্দুক থেকে টাকা নিতে পারে নি,অফিসের গুরুত্বপূর্ণ ফাইলপত্র তছনছ করে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। জড়িতদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসলাম উদ্দিন জানান, সোমবার দিবাগত রাতে আমার অফিসে চোর ঢুকেছিল। চোরেরা বিভিন্ন কক্ষে ঢুকে গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করলেও কোনো ফাইলপত্র নিয়ে যায়নি। তবে, অফিস সহকারী সত্যেন্দ লাল দাসের কক্ষের ড্রয়ারে থাকা নগদ আনুমানিক ৪ হাজার টাকা নিয়ে গেছে। তিনি জানান অফিসের নৈশপ্রহরী চন্দন বিশ্বাস রাত ৩টার দিকে অসুস্থ বাচ্চাকে দেখতে অফিসলগ্ন বাসায় যাওযার পর চুরির ঘটনা ঘটে। তবে অফিসের সিসিটিভি ফুটেজে গামছা দিয়ে মুখবাধাঁ দুই ব্যাক্তির তথ্য আছে।