বিকাল ৫:৫৩,   শনিবার,   ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দিরাইয়ে বিক্ষুব্ধ কৃষকের হাতে মারধরের শিকার পিআইসি সম্পাদক

দিরাই প্রতিনিধি:
দিরাই উপজেলায় হাওর রক্ষা বাঁধে ফাটল দেখা দেওয়ায় বিক্ষুব্ধ কৃষকরা ওই বাঁধের প্রকল্প বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদককে বেদম মারধর করে আহত করেছে।
বুধবার (৬ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার জগদল ইউনিয়নের হুরামন্দিরা হাওর উপ-প্রকল্পে ৫৫নং পিআইসি কর্তৃক বাস্তবায়নকৃত বাঁধে এ ঘটনা ঘটে।
মারধরে আহত প্রকল্প বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক মো.শামসুল ইসলাম জগদল ইউনিয়নের চান্দপুর গ্রামের মো. আব্দুল্লার ছেলে।
পরে স্থানীয় লোকজন উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে চিকিৎসা দেন।
স্থানীয়রা জানান, গত কদিনের পাহাড়ি ঢলে নদীর পানি অনেকটা বৃদ্ধি পেয়েছে। ৫৫নং পিআইসির করা বাঁধটির বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়। এতে ঝুঁকির মুখে পড়ে কৃষকের বোরো ফসল।

আজ শামসুল ইসলাম বাঁধ দেখতে গেলে সেখানে উত্তেজিত কৃষকরা তার ওপর হামলা চালায়। বেধরক কিল, ঘুষিতে নাক ফেটে গুরুতর আহত হন তিনি।

বাঁধ নিকটবর্তী কৃষক সালাম মিয়া বলেন, এই বাঁধে প্রায় ১৩ লক্ষ টাকা বরাদ্দ ছিল। অনিয়ম দুর্নীতির আশ্রয় নিয়ে খুবই নিম্নমানের কাজ করা হয়েছে। দুরমুজ করেনি, ঘাস লাগানো হয় নি। এখন সামান্য পানি আসতেই বাঁধের অবস্থা নাজুক হয়ে ওঠেছে।
কৃষক সালাম আরও বলেন, কাজ চলাকালে আমরা বারবার ওদের বলেছি ঠিকঠাক কাজ করতে। তবে রাজনৈতিক নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে থাকায় তারা কারো কথায় পাত্তা দিতো না। জগদল ইউনিয়নের ইউপি সদস্য রুমন মিয়া কৃষকের হামলায় পিআইসি সাধারণ সম্পাদক শামসুল ইসলাম আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।