সকাল ১০:২৩,   রবিবার,   ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে রেকর্ড সংখ্যাক করোনা রোগী শনাক্ত

বিশেষ প্রতিনিধি :
সুনামগঞ্জে এক দিনে রেকর্ড সংখ্যাক ১১জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। সোমবার রাতে সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নতুন করে সুনামগঞ্জের ১১জন করোনা রোগী শনাক্ত হন। এর আগে সোমবার সকালে সুনামগঞ্জ স্বাস্থ্য বিভাগ জানিয়েছিল, জেলার বিশ্বম্ভরপুর ও দোয়ারাবাজার উপজেলার দুই রোগী করোনা থেকে সুস্থ হয়েছেন।
তবে ১২ ঘন্টা পেরুনোর পরই রেকর্ড সংখ্যক রোগীর কথা জানতে হয়েছে জেলা বাসাীকে।
সোমবার রাতের সিলেট’র ল্যাব থেকে প্রকাশিত ফলাফলে দেখা গেছে, উপজেলা ওয়ারী এক দিনে সব চেয়ে বেশি বিশ্বম্ভরপুর উপজেলায় করোনা রোগী শনাক্ত হয়েছেন। এই উপজেলা স্বাস্থ্য বিভাগের একজন কর্মী ও রকেজন গাড়ি চালকসহ চার জন করোনায় আক্রান্ত হয়েছেন। দোয়ার বাজার উপজেলায় ৩জন আক্রান্ত হয়েছেন। এছাড়া দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় দুইজন এবং সদর ও জগন্নাথপুর উপজেলায় ১জন করে আক্রান্ত হয়েছেন। তবে করোনা আক্রান্তদের তালিকায় নারী ও শিশু নেই।
এর আগে বুধবার ৪জন, বৃহস্পতিবার ৮জন করোনায় আক্রান্ত হন। পরের দিন আরও ১জন করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।
গত ১২এপ্রিল সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলা প্রথম এক নারী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য বিভাগ। তবে জেলার প্রথম করোনা আক্রান্ত রোগী সোমবার সুস্থ্য হয়ে বাড়ি ফিরে যান।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাসম উদ্দিন বলেন, জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে, সুস্থ্য থাকতে হলে ঘরে থাকতে হবে।