রাত ৩:১৯,   শুক্রবার,   ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ,   ১লা জিলকদ, ১৪৪৫ হিজরি

‘গাঙকুমারী’ চলচিত্র নির্মাণে সরকারি অনুদান পেয়েছেন ফজলুল কবির তুহিন

স্টাফ রিপোর্টার :
প্রতি বছর চলচ্চিত্র নির্মাণে উৎসাহ দিতে অনুদান প্রদান করে সরকার। সেই ধারাবাহিকতায় ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য ১৬টি চলচ্চিত্রকে অনুদান দেয়া হয়েছে।
চলতি বছর চলচিত্র নির্মাণে অনুদান পেয়েছেন সুনামগঞ্জের কৃতি সন্তান দেশের বিশিষ্ট অভিনেতা ও নির্মাতা ফজলুল কবির তুহিন।
তথ্য মন্ত্রণালয় থেকে এ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে প্রদেয় অনুদানের বিষয়ে শেষ সভায় কমিটির সকল চলচ্চিত্র ব্যক্তিত্ব যোগ দিয়ে চলচ্চিত্র অনুদান তালিকা চূড়ান্ত করেছে বলে জানিয়েছে তথ্য মন্ত্রণালয়।
শনিবার তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সরকারি অনুদান পাওয়া সিনেমাগুলোর তালিকাও প্রকাশ করা হয়েছে।
ফজলুল কবীর তুহিনের ‘গাঙকুমারী’চলচিত্র নির্মাণে অনুদান পেয়েছে।
ফজলুল কবির তুহিন সুনামগঞ্জের প্রয়াত সাংসদ আব্দুর রইছের পুত্র।