সকাল ১০:৩০,   বৃহস্পতিবার,   ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আবারও বাড়‌ছে সুন‌ামগ‌ঞ্জের সুরমা নদীর পা‌নি

বিশেষ প্র‌তি‌নি‌ধি :
টানা বৃ‌ষ্টিপাত ও পাহা‌ড়ি ঢ‌লে সুরমা নদীর পা‌নি আবারও বৃ‌দ্ধি পে‌য়ে‌ছে। শুক্রবার বি‌কেল ৩টায় সুরমা নদীর বিপদসীমার ৮সে‌ন্টি মিটার ওপর দি‌য়ে প্রবা‌হিত হচ্ছে।
সর্ব‌শেষ ২৪ঘন্টায় জেলায় ২০০মি‌লি মিটার বৃ‌ষ্টিপাত হ‌য়ে‌ছে।
সড়‌কে পা‌নি উ‌ঠে যাওয়ায় সুনামগঞ্জ-তাহিরপুর-‌বিশ্বম্ভরপুর সড়‌কে যান চলাচলও ব্যাহত হ‌চ্ছে।
সুনামগঞ্জ পা‌নি উন্নয়ন বো‌র্ডের নির্বাহী প্রক‌ৌলশী মো. স‌বিবুর রহমান জান‌ান, সর্ব‌শেষ ২৪ ঘন্টায় ভারতের চেরাপুঞ্জিতে ৪২৪ মিলি মিটার বৃ‌ষ্টিপাত হওয়ায় সুরমা নদীর পা‌নি বৃ‌দ্ধি পে‌য়ে‌ছে। সুরমা নদীর বিপদ সীমার ওপর দি‌য়ে বর্তমা‌নে প‌া‌নি প্রবা‌হিত হচ্ছে। ত‌বে, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী শ‌নিবার থে‌কে সুরমা নদীর পানি হ্রাস পেতে পারে।
‌জেলা প্রশাসক আব্দুল আহাদ বলেন, আমরা জেলা ও উপ‌জেলা পর্যা‌য়ে ত্রাণ ও দু‌র্যোগ প্রস্তু‌তি ক‌মি‌টির সভা ক‌রে‌ছি। বন্যা হ‌লে যা‌তে মোকা‌বেলা করা যায় সেজন্য পর্যাপ্ত ত্রাণ মজুদ আ‌ছে। পরি‌স্থি‌তির অবন‌তি হ‌লে পা‌নি বন্দী মানুষ‌দের জন্য আশ্রয় কেন্দ্রও প্রস্তুত রাখা হ‌য়ে‌ছে।