রাত ১২:২৫,   বৃহস্পতিবার,   ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ধর্ষণ সামাজিক অনাচারের বিরুদ্ধে সুনামগঞ্জে মানববন্ধন


স্টাফ রিপোর্টার :
ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতাসহ সকল প্রকার সামাজিক অনাচারের বিরুদ্ধে সুনামগঞ্জে ‘সামজিক প্রতিরোধ কমিটি’ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সাড়ে ১২টায় সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট এই কর্মসূচি পালিত হয়।
জেলা মহিলা পরিষদের সহ সভাপতি সঞ্চিতা চৌধুরীর সভাপতিত্বে ও জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন, সাংবাদিক খলিল রহমান, জেলা যুব ইউনিয়নের সভাপতি আবু তাহের, সাবেক জেলা ছাত্রলীগ নেতা মিন্টু চৌধুরী, ছাত্র ইউনিয়নের সভাপতি দুর্যোধন সরকার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণ, দিন নারী নির্যাতন বেড়ে চলছে দেশে। এর কোনও প্রতিকার হচ্ছে না। সব জায়গায় শুধু একই খবর যে নারীরা নির্যাতনের শিকার হচ্ছে। অবিলম্বে সকল ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।