রাত ১২:১৯,   বৃহস্পতিবার,   ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ধর্মপাশা সীমান্তে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার


তাহিরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্শপাশা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি পিস্তল উদ্ধার করেছে বিজিবি। সোমবার (৫ অক্টোবর) রাতে উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের বাংগালভিটা টিলার নিচ থেকে এ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
সূত্রে জানা গেছে, সোমবার রাতে ধর্মপাশা উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের বাংগালভিটা নামক স্থানের টিলার নীচ থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি পুরাতন আগ্নেয়াস্ত্র (পিস্তল) উদ্ধার করে। এ সময় অবশ্য কাউকে পাওয়া যায়নি।

সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম জানিয়েছেন, উদ্ধারকৃত পিস্তল ২টি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মধ্যনগর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।