রাত ১২:১৯,   বৃহস্পতিবার,   ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে বৃদ্ধকে অমানবিক নির্যাতন ; ক্ষোভ আর নিন্দার ঝড়

জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুরে এক বৃদ্ধের ওপর অমানবিক নির্যাতনের ঘটনায় নিন্দার ঝড় বইয়ে। ঘটনার মূল হোতাসহ জড়িতদের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।
জানা যায়, সোমবার রাতে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলীগঞ্জ বাজারে মেয়েকে না পেয়ে বৃদ্ধ বাবাকে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে একদল বখাটে। বৃদ্ধ কে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তোলপাড় শুরু হয়। ডিভিওতে দেখা যায়, বৃদ্ধার শরীর বিভিন্ন অংশ লোহার রড দিয়ে বেধড় পাঠানোর চিহৃ রয়েছে। অমানবিক এই নির্যাতনের ক্ষোভ আর নিন্দার ঝড় বইয়ে জগন্নাথপুরসহ সিলেট জুড়ে।
জগন্নাথপুরের শিক্ষক সাইফুল ইসলাম রিপন বলেন, এমন ন্যাঙ্কারদনক ঘটনায় জগন্নাথপুরবাসী ক্ষুব্ধ। পুলিশ এখনো মূল হোতাকে ধরতে পারেনি। দ্রূত অপরাধীদের আইনের আওয়াতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারমযান মুক্তাদীর আহমদ বলেন, ডগন্নাথপুরের নিভৃত পল্লিতে এমন বর্বরোচিত নির্যাতনের ঘটনায় উগ্নিগ আমরা।অনতিলম্বে ঘটনার মূল হোতা বখাটে শামীমসহ ঘটনায় জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের মাঘযে আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত মোছলেহ উদ্দিন জানান, নির্যাতনের ঘটনায় আমরা চারজন কে আটক করেছি মুল হোতা শামীম কে গ্রেফতারে চেষ্টা চলছে।