দুপুর ২:১৪,   বুধবার,   ২রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন

ধর্মপাশা প্রতিনিধি :
বিদ্যুৎ বিভাগের দুর্নীতি, অপকর্ম ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে এবং আঞ্চলিক কার্যালয় স্থাপনের দাবিতে সুনামগঞ্জের ধর্মপাশায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে এগারটায় ধর্মপাশা উপজেলা বিদ্যুৎ উন্নয়ন কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার কয়েক শতাধিক মানুষ অংশগ্রহণ করে। ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য দেন, সংগঠনের আহ্বায়ক একেএম ওহীদুল ইসলাম কবীর, বীর মুক্তিযোদ্ধা সুলতান মজুমদার, জেলা পরিষদ সদস্য জুবায়ের পাশা হিমু, সদর ইউপি চেয়ারম্যান মো. সেলিম আহম্মদ, ইউপি সদস্য আবুল কাশেম, শিক্ষক আনিসুল হক লিখন, খয়েরচির গ্রামের বাসিন্দা আলমগীর, শিক্ষাথর্ী সজিব তালুকদার প্রমুখ।
উল্লেখ্য, গত এক মাস বিদ্যুৎ সঞ্চালন লাইনে মেরামত কাজ করায় দিনের বেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতো। ওই সময় রাতের বেলায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও কখনও ঘন্টার ঘন্টা আবার কখনও সারারাত ধরে চলতো লোডশেডিং। যার ধারবাহিকতা এখনও অব্যাহত রয়েছে। তাই রাত হলেই মোমবাতি কিংবা বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হয় গ্রাহকদের। ফলে নেত্রকোনা পল্লীবিদ্যুৎ সমিতির অধীনে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার অর্ধলক্ষাধিক গ্রাহককে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সংগঠনের আহ্বায়ক একেএম ওহীদুল ইসলাম কবীর বলেন, ‘পল্লীবিদ্যুতের হেয়ালীপনায় ধর্মপাশার মানুষের ধৈর্য্যের বাধ ভেঙেছে। ধর্মপাশায় আঞ্চলিক কার্যালয় স্থাপনসহ যদি দ্রুত এ সমস্যার সমাধান না হয় তাহলে আরো কঠুর কর্মসূচি গ্রহণ করা হবে।’
নেত্রকোনা পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জাকির হোসেন বলেন, ‘লাইনে লোড বেশি থাকায় প্রায়ই সমস্যা দেখা দেয়। আশা করছি দ্রুত এ সমস্যার সমাধান হবে।’