সন্ধ্যা ৭:২৯,   মঙ্গলবার,   ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কুমারগাঁওয়ে বিদ্যুৎ উপকেন্দ্রের আগুন : বিদ্যুৎ বি‌চ্ছিন্ন সুনামগঞ্জ জেলা

স্টাফ রি‌পোর্টার :
সিলেটের কুমারগাঁওয়ে বিদ্যুৎ উপকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে সিলেট ফায়ার সার্ভিস।
এ ঘটনায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সুনামগঞ্জ জেলা। জেলার অ‌ধিকাংশ উপ‌জেলা বেলা পৌ‌নে ১২টা থে‌তে বিদুৎ বি‌চ্ছিন্ন হ‌য়ে প‌ড়ে।
সিলেট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নির্মল সিংহ জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রনে এলেও পুরোপুরি নিভতে আরও সময় লাগবে। ট্রান্সমিটারে থাকা তেলে আগুন লাগায়, তা নেভাতে বেশি সময় লাগছে।
বিদ্যুৎ সরাবরাহ নিয়ে প্রকৌশলী মোকাম্মেল হোসেন জানান, আগুন নেভার পর ট্রান্সমিটার সংস্কার হবে। এরপরই বিদ্যুৎ সরবরাহ করা হবে।
তবে ঠিক কত সময় পর বিদ্যুৎ সরাবরাহ স্বাভাবিক হতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি তিনি।