বিকাল ৫:৪৩,   সোমবার,   ৩০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার:
“আয় আয় সোনামণি টিকা নিয়ে যা”এই শ্লোগানে জেলায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়।
বৃহস্পিবার (১৭ ডিসেম্বর) দুপুরে জেলা ইপিআই ভবনে এ সংবাদ সম্মেলন হয়।
সিভিল সার্জন ডা.শামস উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডেকেল অফিসার মো.সজীব কবিরি ভূইয়া ও হু এর ইসিনাইজেশন এন্ড সার্ভেইল্যান্সের মেডেকেল অফিসার ডা.ফজুলল কাদির প্রমুখ।
সংবাদ সম্মেলনের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৯ থেকে ১০ বছরের কম বয়সী শিশুদের এই টিকা দেয়া হবে। সংবাদ মাধ্যম ছাড়াও বিভিন্ন ভাবে প্রচার করে টিকাদানে উৎসাহিত করা হচ্ছে।