সকাল ৯:২৩,   রবিবার,   ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

পুলিশের চাপ মুক্ত দায়িত্ব পালন করতে খেলাধূলার প্রয়োজন আছে : পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম বলেছেন, পুলিশের চাপ মুক্ত ভাবে দায়িত্ব পালন করতে হলে খেলাধূলার ও প্রয়োজন আছে। খেলাধূলার মধ্য দিয়ে শারীরিক ফিটনেস ও বজায় থাকে, মন মানসিকতা প্রফুল্ল থাকে। প্রত্যেক মানুষের শারীরিক সুস্থতার জন্য খেলাধূলার বিকল্প নেই।
শুক্রবার রাতে সুনামগঞ্জ জেলা পুলিশের আয়োজনে সুনামগঞ্জ জেলা পুলিশের ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২১ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতায় মোট ১৬ টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ছিদদেক, তারেক জুটি । রানার্স আপ হয়েছেন আজিজ, মকবুল জুটি। খেলা পরিচালনা করেন ট্রাফিক ইন্সপেক্টর মোঃ সামছুল ইসলাম ও ইন্সপেক্টর নন্দন রায়। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী সায়েম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান, সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাহিদুর রহমান, ডিআইও ওয়ান আনোয়ার হোসেন মৃধা, ওসি ডিবি ইকবাল হোসেন , ওসি আবুল হাশেম, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য গণ।