সকাল ৯:২২,   রবিবার,   ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্তের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত


নিউজ ডেস্ক :
দিরাইয়ে জাতীয় নেতা, প্রখ্যাত পার্লামেন্টারিয়ান ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে পতাকা উত্তোলন, সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, শোকর‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৮ টায় সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড, সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ, গ্রো ফাউন্ডেশন, সেন মার্কেট ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ।
বেলা আড়াইটায় দলীয় কার্যালয় থেকে সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের আয়োজনে শোকর‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের আহ্বায়ক ও দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, সিরাজ উদ দৌলা তালুকদার, জগদীশ সামন্ত, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, লুৎফর রহমান এওর, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার, সাবেক সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, ইউপি সদস্য এহসান চৌধুরী, সাবেক ইউপি সদস্য আব্দুস ছাত্তার, আওয়ামী লীগ নেতা আসাদ উল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহজাহান সরদার,উপজেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ আহমদ প্রমুখ।