সকাল ৭:২৮,   রবিবার,   ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

করোনা টিকা নিলেন পৌর মেয়র নাদের


স্টাফ রিপোর্টার :
আনন্দঘন পরিবেশে সুনামগঞ্জে করোনাভাইরাস প্রতিরোধী গণটিকা প্রয়োগের মাধ্যমে সুনামগঞ্জে ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে। রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে শহরের হাসননগরে ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালের এ কার্যক্রম শুরু হয়।
প্রথম দিনেই ভ্যাকসিন নিয়েছেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। তিনি উদ্বোধনী কার্যক্রমের পরেই টিকা নেন। তাকে সদর হাসপাতালের প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা নির্ধারিত বুথে তাকে টিকা প্রদান প্রদান করেন।
এসময় জেলার সাংসদবৃন্দ, জেলা প্রশাসক, পুলিশ সুপার উপস্থিত ছিলেন।
পৌরসভার মেয়র নাদের বখত এসময় গুজবে কান না দিয়ে সবাইকে করোনা ভ্যাকসিন নেয়ার আহবান জানান।