সকাল ৭:২৩,   রবিবার,   ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে ভোক্তা অধিকারের অভিযানের ৩৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলারর ভবের বাজার অভিযান চালিয়ে মেয়াদ উর্ত্তীণ পণ্য বিক্রির দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে এ বাজারটি অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সয়াবিন তেলের মূল্য অতিরিক্ত রাখা মূল্য তালিকা না থাকা এবং উর্ত্তীণ পণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করেন সুনামগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো.শফিকুল ইসলাম।
জরিমানা প্রাপ্ত দোকানগুলো হল ইনসাফ ভ্যারাইটিজ ষ্টোর ৫হাজার টাকা, শাহজালাল ভ্যারাইটিজ ষ্টোর ৬ হাজার টাকা, আল মদিনা ফার্মেসী ৩হাজার, মা ভ্যারাইটিজ ষ্টোর ৩ হাজার, রুবেল ভ্যারাইটিজ ষ্টোর ১৫ হাজার, সুমাইয়া ভ্যারাইটিজ ষ্টোর ৩হাজার।
অভিযান শেষে সাধারণ মানুষকে সচেতন করতে সচেতনতা মূলক লিফলেট ও বিতরণ করা হয়।
সুনামগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো.শফিকুল ইসলাম জানান, এ অভিযান নিয়মিত বাজার তদারকির অংশ। ভোক্তাদেরকে সঠিক মূল্যএ পণ্য কিনতে সহযোগিতা। যাতে কেউ মেয়াদ উর্ত্তীণ পণ্য বিক্রি করতে না পারে সে জন্য সুনামগঞ্জ ধারাবাহিক অভিযান চলবে।