রাত ৩:২৭,   রবিবার,   ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৩ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে বাঁধের কাজ পরিদর্শন করলেন ইউএনও

জগন্নাথপুর প্রতিনিধি:
জগন্নাথপুরে ফসলরক্ষা বেড়িবাঁধের ২০টি প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান।
শনিবার জগন্নাথপুরের নলুয়া হাওরের পোল্ডার-১ এর আওতাধীন ৫, ৮, ৩৪, ৩৫ ও ৩৬ নম্বর বেড়িবাঁধের কাজ পরিদর্শন করেছেন। এর আগের দিন শুক্রবার তিনি দিনভর নলুয়া হাওরের ১ নম্বর থেকে শুরু করে ১৭ নম্বর প্রকল্প পর্যন্ত পরিদর্শন করেন। এসময় তিনি যেসব প্রকল্পের কাজে ক্রুটি ও অগ্রগতি কম সেসব প্রকল্পের কাজ নীতিমালা অনুয়ায়ী নিদিষ্ট সময়ের মধ্যে শেষ করার জন্য নির্দেশ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, আমরা সার্বক্ষনিক বেড়িবাঁধ কাজের খোঁজ নিচ্ছি। কিছু প্রকল্পে মাটি ও মাটি কাটার মেশিন সংকটের কারণে কাজ বিলম্ব হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সমাপ্ত করতে হবে। তিনি জানান, বাঁধের কাজে কোনো ধরনের অনিয়ম দুর্নীতি আমরা সহ্য করবনা।