রাত ১১:৩১,   শনিবার,   ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৩ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কৃষিতে বিনিয়োগ করার মূল উদ্দেশ্য দারিদ্র কে কমিয়ে আনা : পরিকল্পনা মন্ত্রী

নিউজ ডেস্ক :
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার কৃষিতে বিনিয়োগ করার মূল উদ্দেশ্য হচ্ছে দারিদ্র কে কমিয়ে আনা। দা‌রিদ্র‌কে সম্পূর্ণ নির্মূল করা হয়তো সম্ভব না। কিন্তু তা ক‌মি‌য়ে আন‌তে সরকার কাজ কর‌ছে।
শনিবার দুপুর ২টায় দিরাই উপজেলা মিলনায়তনে দিরাই উপজেলার ফসল রক্ষাবাঁধ নির্মাণের অগ্রগতি ও সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, দিরাই উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান, সুনামগঞ্জ সদর উপজেলা প‌রিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ আবুল কাশেম, দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশারফ মিয়া প্রমুখ।
এসময় মন্ত্রী আরও ব‌লেন, সরকার বোরো ফসল রক্ষাবাঁধের জন্য প্রতি বছর প্রচুর অর্থ বরাদ্ধ দিচ্ছে। বাধেঁর কাজ সঠিক ভাবে, যথা সম‌য়ে সম্পন্ন করতে হবে । কোন অ‌নিয়ম সহ্য করা হ‌বে না।