রাত ৯:৩৭,   শনিবার,   ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৩ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় মাতৃভাষা দিবসে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান


ধর্মপাশা প্রতিনিধি :
ধর্মপাশায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ গণমিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তালেবের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম মিয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রমুখ।
এদিকে ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওইদিন বিকেল তিনটায় স্থানীয় দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস’র পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, অ্যাড. আব্দুল হাই তালুকদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাড. ইকরাম হোসেন, সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাবর প্রমুখ।