রাত ১১:২৮,   শনিবার,   ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৩ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে ভাষা দিবসে আ.লীগের কর্মসূচি পালন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর :
অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে সকাল ১০টায় দলীয় কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সুজিত রায়ের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহসভাপতি সিরাজুল হক, আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সৈয়দুপ শাহারপাড়া ইউনিয়ন তৈয়ব মিয়ার কামালী, প্রচার সম্পাদক আব্দুল জব্বার,সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম লেছু, পৌর আওয়ামী লীগ সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির আলী, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন চৌধুরী, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম,পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আপ্তাব উদ্দিন, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুর আলী আফজল, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের সহসভাপতি সাইফুল ইসলাম রিপন, যুগ্ম সম্পাদক ফারুক আহমদ, পৌর কাউউন্সিলর সাফরোজ ইসলাম, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, সাধারণ সম্পাদক শাহ রুহেল, জগন্নাথপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি হাসান আদিল।
এর আগে দলীয় কার্যালয় থেকে শোকর‌্যালি বের হয়ে কেন্দ্রীয় শহীন মিনারে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে পুস্পস্ববক অর্পন করা হয়।