রাত ৯:৩৬,   শনিবার,   ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৩ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বিএনপি ক্ষমতায় থাকলে এতিমের টাকা মেরে খায়-পানি সম্পদ উপ-মন্ত্রী

ধর্মপাশা প্রতিনিধি:
একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন,বিএনপি বলেছিল সরকার করোনার টিকা আনতে পারবেনা। আনলেও তা ভালো হবেনা। এখন বিএনপির লোকজনও লুকিয়ে লুকিয়ে করোনার টিকা নিচ্ছে। তাদের কাজ হচ্ছে গুজব ছড়ানো, অপ্রচার করা, ষড়যন্ত্র করা।
বিএনপিকে এখন আর কেউ বিশ্বাস করেনা। এরা শুধু আন্দোলনের তারিখ দেয়, ঈদের পরে, চাঁদের পরে, রোজার পরে, কিয়ামতের পরেও আন্দোলন করার ক্ষমতা বিএনপির নাই।
সোমবার বিকেলে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাধীন হাওরে ফসলরক্ষা বাঁধ মেরামত কাজ পরিদর্শন শেষে সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম এসব কথা বলেন।
উপ-মন্ত্রী আরও বলেন,আন্দোলন করতে শক্তি লাগে, আন্দোলন করতে জনগণের সমর্থন লাগে, আন্দোলন করতে সাহস বিএনপির নাই। এর ক্ষমতায় থাকলে এতিমের টাকা মেরে খায়, পেট্রোল বোমা মারে, মানুষ হত্যা করে, আগুন সন্ত্রাস করে। তাই এদেরকে আর বাংলাদেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় না। বর্তমান সরকার কৃষকবান্ধব সরকার। হাওরাঞ্চলের প্রতিটি কৃষক যাতে তাদের সোনার ফসল নির্বিঘ্নে ঘরে তুলতে পারে সেজন্য সরকারের সব রকমের চেষ্টা অব্যাহত রয়েছে। মার্চের সাত তারিখের মধ্যে হাওরে ফসলরক্ষা বাঁধের কাজ শেষ হবে বলে আশা করছি।
পথসভায় সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিসের পরিচালনায় বক্তব্য দেন, সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সংরক্ষিত (মহিলা) আসনের এমপি অ্যাডভোকেট. শামীমা শাহরিয়ার, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র তালুকদার। এ সময় আরও উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক একেএম ওয়াহেদ আহমেদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী সবিবুর রহমান, উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. মুনতাসির হাসান, সুনামগঞ্জ পাউবোর উপ-সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন প্রমুখ।