সন্ধ্যা ৭:২৮,   শনিবার,   ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৩ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বি‌শিষ্ট আইনজীবী, বীর মু‌ক্তি‌যোদ্ধা বজলুল ম‌জিদ খসরু আর নেই

স্টাফ রি‌পোর্টার :
সুনামগ‌ঞ্জের বি‌শিষ্ট আইনজীবী, শহীদ মু‌ক্তি‌যোদ্ধা জগৎ‌জ্যো‌তি পাব‌লিক লাই‌ব্রে‌রির সাধারণ সম্পাদক, হাওর বাঁচাও আ‌ন্দোল‌নের কেন্দ্রীয় সভাপ‌তি, লেখক, বীর মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু হৃদরোগে আক্রান্ত হয়ে ই‌ন্তেকাল ক‌রে‌ছেন। বুধবার দুপুুর তিনটায় সুনামগঞ্জ সদর হাসপাতা‌লে তি‌নি ইন্তেকাল করেন।
মৃত্যুকা‌লে তি‌নি স্ত্রী, এক ছে‌লে, এক মে‌য়ে,ভাই, বোনসহ অসংখ্য আত্নীয়স্বজন রেখে গে‌ছেন। তাঁর এক মাত্র ছে‌লে আ‌মে‌রিকা প্রবাসী।
পা‌রিবা‌রিক সূ‌ত্রে, বুধবার দুপু‌রে শারী‌রিকভা‌বে অসুস্থ‌বোধ কর‌লে বজলুল ম‌জিদ খসরু‌কে আত্নীয়স্বজনরা তাৎক্ষ‌ণিক চি‌কিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতা‌লে নি‌য়ে যান। প‌রে হাসপাতা‌লেই তি‌নি মৃত্যুবরণ ক‌রেন।
এ‌দি‌কে শহ‌রের বি‌শিষ্টজন বজলুল ম‌জিদ খসরুর মৃত্যুর খবর পে‌য়ে তারঁ বাসায় নানা পেশার মানুষ ভীড় জমা‌চ্ছেন।
বজলুল ম‌জিদ চৌধুরঅ খসরুর গ্রা‌মের বা‌ড়ি জেলার দোয়ারা বাজার উপ‌জেলায়।
দোয়ারা বাজার স‌মি‌তির সাধারণ সম্পাদক মাছুম হেলাল জানান, বি‌শিষ্ট আইনজীবী বজলুল ম‌জিদ চৌধুরী খসরুর জান‌াজার সময় এখনও নির্ধারণ হয়‌নি।