সকাল ১১:২৭,   শনিবার,   ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৩ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধুর জন্মশত বাষির্কী উপলক্ষে আ.লীগের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার:
১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বাষির্কী উপলক্ষে সাংবাদিক সম্মেলন করেছে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ।
মঙ্গলবার (১৬ মার্চ) বিকেলে শহরের শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী’র হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন লিখিত বক্তব্য বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বাষির্কী উপলক্ষে আগামীকাল বিকেল সাড়ে ৩টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে জন্মশত বাষির্কী অনুষ্ঠানের শুভ সূচনা করা হবে।
পরে বিকেল ৪টায় সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে। বিকেল ৪টা ২০ মিনিটে জেলা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সন্ধায় কেক কাটা ও আতশবাজি প্রদর্শন এবং রাত ৮টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে এনামুল কবির ইমন আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বাষির্কীর জন্য জেলা আওয়ামীলীগের উদ্যেগে শহরের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর জীবন চিত্র ফুটিয়ে তুলা হয়েছে। শহরের কালিবাড়িতে পুকুরে মধ্যে হোসেন সোহরাওয়ারদি এবং বঙ্গবন্ধুর নৌকায় তুলা স্থির চিত্র নৌকায় ফুটিয়ে তুলা হয়েছে। এ ছাড়াও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
আরও উপস্থিত ছিলেন জেলা আওয়মীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, জেলা আওয়মীলীগের সহ-সভাপতি রেজাউল করিম শামীম, খায়রুল কবির রুমেন, শফিকুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক নান্টু রায়, হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, জুনেদ আহমদ, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ইসতিয়াক শামীম, শ্রম বিষয়ক সম্পাদক আজাদুল ইসলাম রতন, মানবসম্পদ বিষয়ক সম্পাদক শীতেশ তালুকদার মঞ্জু, দপ্তর সম্পাদক নূরে আলম সিদ্দিকী উজ্জল, সদস্য অমল কর, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম প্রমুখ।