সন্ধ্যা ৭:২৯,   বুধবার,   ২৫শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১০ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২২শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

‘বঙ্গবন্ধু মেডিকেল কলেজ’র অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শনে পরিকল্পনামন্ত্রী

নোহান আরেফিন নেওয়াজ,দক্ষিণ সুনামগঞ্জ:
বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। শনিবার (০১ মে) সকাল সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্থায়ীভাবে চালু হওয়া বঙ্গবন্ধু মেডিকেলের ক্যাম্পাস পরিদর্শন করেন মন্ত্রী। পরিদর্শনকালে মেডিকেল কলেজের বিভিন্ন বিষয়ের তদারকি এবং দিকনির্দেশনা প্রদান করেন তিনি। পরিদর্শনকালে মন্ত্রী বলেন,বঙ্গবন্ধু মেডিকেল কলেজ চালু হলে হাওরের মানুষ আর চিকিৎসা বঞ্চিত হবে না। মাননীয় প্রধানমন্ত্রী পিছিয়ে পড়া হাওর জনপদের উন্নয়নে খুবই আন্তরিক। তিনি হাওরের এলাকার যে কোনও উন্নয়ন কাজ নিয়ে গেলে তার আন্তরিকতার সাথে দেখেন। যা আমেদের হাওরবাসীকে উপহার হিসেবে দিয়েছেন মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয় সহ নানান ধরণের প্রতিষ্ঠাণ। যা আমাদের আগামী প্রজন্মেরে অনেক কাজে লাগবে। একই সাথে আমাদের বেশি টাকা খরচ করে অন্য জায়গায় যেতে হবে না পড়াশোনা করার জন্য নিজ এলাকায়ই আমাদের শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারবে।

পরিদর্শনের সময় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.জসিম উদ্দিন, দ.সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, জেলা কৃষকলীগের সদস্য মাসুক মিয়াসহ স্বাস্থ্যবিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।