সন্ধ্যা ৭:৩০,   বুধবার,   ২৫শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১০ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২২শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

তাহিরপুরে টাস্কফোর্সের জব্দকৃত বালি-পাথর উন্মুক্ত নিলামে বিক্রি

তাহিরপুর প্রতিনিধি:
তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী যাদুকাটা নদীর তীরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পাথর কোয়ারি করে অবৈধভাবে উত্তোলিত ৪০ হাজার ঘনফুট বালি ও ৫৫ হাজার ঘনফুট পাথর জব্দ করে উন্মুক্ত নিলাম ডেকে প্রায় ৮৬ লক্ষ টাকায় বিক্রি করা হয়েছে।
শনিবার (০১ মে) দুপুর থেকে দিনব্যাপী ট টাস্কফোর্সের এ অভিযানে নেতৃত্ব দেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ। দিনব্যাপী অভিযানে জব্দ করা ৫৫ হাজার ঘনফুট পাথর ও ৪০ হাজার ঘনফুট বালি উন্মুক্ত নিলামে তোলা হলে স্থানীয় ব্যবসায়ীরা এতে অংশ নেন।’
নিলামে অংশ নিয়ে ৭৫ লক্ষ ২৬ হাজার ৭শ ৫০ টাকায় ৫৫ হাজার ঘনফুট পাথরনিলাম পেয়েছেন ডালিম হোসেন।অপরদিকে ৪০ হাজার ঘনফুট বালু ১০ লক্ষ ১২ হাজার টাকায় নিলাম পেয়েছেন ইকবাল হোসেন।’
এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার, সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোহাম্মদ আব্দুর রহিম এবং গণমাধ্যমকর্মীসহ স্থানীয় জনপ্রতিনিধি গণ।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ জানান, যাদুকাটা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে উত্তোলন করা বালি পাথর টাস্কফোর্স অভিযান চালিয়ে জব্দ করে,তাৎক্ষণিকভাবে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। সরকারি ভ্যাট ও ট্যাক্সসহ পাথরের মূল্য আসে ৭৫ লাখ ২৬ হাজার ৭শ ৫০ টাকা এবং বালি ১০ লাখ,১২ হাজার টাকা। নিলামকৃত বালি পাথরের মোট মূল্য আসে ৮৫ লক্ষ, ৩৮ হাজার ৭শ ৫০ টাকা।