দুপুর ১:২৮,   বুধবার,   ২৫শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১০ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২২শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ব্যাটারি চুরি করতে বাধা দেয়ায় গ্রাম পুলিশকে হত্যা-র‍্যাব

স্টাফ রিপোর্টার:
তাহিরপুর প্রায় ৮শ টাকা দামের সোলার প্যানেলের ব্যাটারি চুরিতে করতে বাধা দেয়ার কারণে গ্রাম পুলিশকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।
শনিবার (০৮ মে) দুপুরে শহরের মল্লিকপুর এলাকায় র‌্যাব ক্যাম্পে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করে সুনামগঞ্জ র‌্যাব ক্যাম্প সিপিসি ৩ এর অধিনায়ক লে. কমান্ডার সিঞ্চন আহমেদ ঐ সব কথা বলেন।
তিনি বলেন, গত ৬ মে বৃহস্পতিবার রাতে তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বোরোখাড়া গ্রামে আব্দুর রউফ নামের এক গ্রাম পুলিশকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এঘটনার পরপর ই র‌্যাব অপরাধীদের ধরতে গোয়েন্দা তৎপরতা শুরু করে। র‌্যাবের গোয়েন্দা তৎপরতায় ক্লুলেস খুনের তথ্য বের হয়ে আসে।
এঘটনায় শনিবার (০৮ মে) ভোর রাতে হলহলিয়া গ্রামের আব্দুল হেকিম ও বোরোখাড়া গ্রামের এনামুল হককে আটক করে র‌্যাব। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে তারা। পরে আটককৃতদের তাহিরপুর থানায় হস্তান্তর করছে র‌্যাব।


তাহিরপুর প্রায় ৮শ টাকা দামের সোলার প্যানেলের ব্যাটারি চুরিতে করতে বাধা দেয়ার কারণে গ্রাম পুলিশকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।
শনিবার (০৮ মে) দুপুরে শহরের মল্লিকপুর এলাকায় র‌্যাব ক্যাম্পে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করে সুনামগঞ্জ র‌্যাব ক্যাম্প সিপিসি ৩ এর অধিনায়ক লে. কমান্ডার সিঞ্চন আহমেদ ঐ সব কথা বলেন।
তিনি বলেন, গত ৬ মে বৃহস্পতিবার রাতে তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বোরোখাড়া গ্রামে আব্দুর রউফ নামের এক গ্রাম পুলিশকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এঘটনার পরপর ই র‌্যাব অপরাধীদের ধরতে গোয়েন্দা তৎপরতা শুরু করে। র‌্যাবের গোয়েন্দা তৎপরতায় ক্লুলেস খুনের তথ্য বের হয়ে আসে।
এঘটনায় শনিবার (০৮ মে) ভোর রাতে হলহলিয়া গ্রামের আব্দুল হেকিম ও বোরোখাড়া গ্রামের এনামুল হককে আটক করে র‌্যাব। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে তারা। পরে আটককৃতদের তাহিরপুর থানায় হস্তান্তর করছে র‌্যাব।