সকাল ৯:১৬,   বুধবার,   ২৫শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১০ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২১শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

এসএসএফ নিরাপত্তা পাবে বঙ্গবন্ধুর উত্তরাধিকাররাও

নিউজসুনামগঞ্জ ডেস্ক:
অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা দিতে গঠিত বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফের নিরাপত্তা পাবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উত্তরাধিকাররাও।
বাহিনীটি নিয়ে আইন সংশোধন করে তাতে বলা হচ্ছে, জাতির পিতার দুই কন্যা ছাড়াও তাদের সন্তান, সন্তানদের স্বামী বা স্ত্রী ও তাদের সন্তানদের নিরাপত্তা বিধান করবে এসএসএফ। এমন বিধান রেখে বিশেষ নিরাপত্তা বাহিনী আইন ২০২১ এর খসড়ায় নীতিগত সায় দিয়েছে মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এই তথ্য জানান।