সকাল ৭:৩৪,   বুধবার,   ২৫শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১০ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২১শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জামালগঞ্জে ইজি বাইক চালকের খুনিদের চিহিৃত করার দাবিতে মানববন্ধন

জামালগঞ্জ প্রতিনিধি:
জামালগঞ্জ উপজেলার রামনগর গ্রামের ইজি বাইক চালক সিকন্দর আলীর খুনিদের চিহিৃত করে অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মে) দুপুরে পায়রা আঞ্চলিক যুব সংসদ ও এলাকাবাসীর উদৌগে রামনগর বাজারে এ মানববন্ধন হয়।
উক্ত মানববন্ধনে শহীদুল ইসলামের পরিচালনায় ও পায়রা আঞ্চলিক যুব সংসদের সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাচনা বাজার ইউপির ৩নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আঞ্জু মিয়া, আ.লীগ নেতা সায়েম পাঠান, দৈনিক সুনামগঞ্জের সময়ের সম্পাদক সেলিম আহমদ তালুকদার, ইউপি সদস্য মিজানুর রহমান, সাবেক ইউপি সদস্য কয়ছর আহমেদ, মুক্তিযোদ্ধ নাসির আহমদ, পায়রা আঞ্চলিক যুব সংসদের সাধারণ সম্পাদক ওসমান গণি, শেরে আলম শের,জসিম উদ্দিন সুহেল, লুৎফুর রহমান, সাজু রহমান, এমদাদ আহমদ, সাংবাদিক দিলাল আহমদ প্রমুখ।
এ সময় বক্তরা বলেন, সিকন্দর আলীর হত্যা কান্ডের দীর্ঘ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আসামীকেই চিহৃত করা সম্ভব হয় নি। কারা এর পেছনে কলকাটি নাড়ছে এটা এখন সন্দেহে বাড়ছে। না হলে পুলিশ এতো দিন পর্যন্ত আসামী শনাক্ত করতে পারে নি। অবিলম্বে আসামীদের শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চত করতে হবে।