সকাল ৭:৩৮,   বুধবার,   ২৫শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১০ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২১শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সাংবাদিক রোজিনাকে গ্রেফতারের প্রতিবাদে রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন

স্টাফ রিপোর্টার:
প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেফতারের প্রতিবাদে এবং মুক্তির দাবিতে সুনামগঞ্জ মানববন্ধন করেছে সুনামগঞ্জে কর্মরত সাংবাদিকরা।
মঙ্গলবার (১৮ মে) দুুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে রিপোর্টার্স ইউনিটির উদৌগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাংবাদিকরা সচিবালয়ে সাংবাদিক রোজিনাকে আটকে রেখে হেনস্তা করা ও পরবর্তিতে গ্রেফতার করার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। অনুসন্ধানী সাংবাদিক রোজিনাকে হেনস্তা ও গ্রেফতার করার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছে। অভিলম্বে সাংবাদিক রোজিনাকে মুক্ত না করে দিলে দেশ ব্যাপী বৃহত্তর আন্দোলনের ডাক দেয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারী সাংবাদিকরা।
মাববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, শামস শামীম, হিমাদ্র শেখর ভদ্র, শাহাবুদ্দিন আহমেদ, জসীম উদ্দিন, অরুণ চক্রবর্তী, ঝুনু চৌধুরী,আব্দুস সালাম, রেজাউল করিম, মাসুক আহমদ, একে কুদরত পাশা, আশিকুর রহমান, শহীদনুর আহমেদ, সিদ্ধার্ত আচার্য, পাপন সেন, আমিনুল ইসলাম, লুৎফুর রহমান, কর্ণ বাবু দাস, নজরুল ইসলাম।