রাত ১১:২৪,   মঙ্গলবার,   ২৪শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৯ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২১শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ধর্মপাশায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ধর্মপাশা প্রতিনিধি:
ধর্মপাশায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭)’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টিজনিত কারণে নির্ধারিত সময়ের এক ঘন্টা পর সোমবার বিকেল পাঁচটায় জনতা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় সেলবরষ ইউপি ফুটবল একাদশ ও মধ্যনগর ইউপি ফুটবল একাদশ অংশ গ্রহণ করে। খেলায় সেলবরষ ইউপি ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে মধ্যনগর ইউপি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন দলের পক্ষে গোল দুটি করেন সাব্বির ও জুবায়ের।
ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান, সহকারী কমিশনার (ভূমি) মো. আবু তালেব, উপজেলা আওয়ামী লীগ ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, মধ্যনগর ইউপি চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার, যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল বারেক ছোটন, সাবেক ফুটবলার তরিকুল ইসলাম পলাশ, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক নির্মল সরকার, সাংবাদিক সাজিদুল হক সাজু প্রমুখ। খেলার ধারা বিবরণীতে ছিলেন সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিনুক শঙ্খ দিপু। রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন সাবেক ফুটবলার পাখি সিংহ এবং তাঁর সহকারী হিসেবে ছিলেন আল আমিন ও তমাল।
পরে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাত ট্রপি তোলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।