রাত ৯:২৯,   মঙ্গলবার,   ২৪শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৯ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২১শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতকরণে সাবষ্টেশনের কাজ শুরু

রেজুওয়ান কোরেশী,জগন্নাথপুর:
জগন্নাথপুরে ২৫ কোটি টাকা ব্যয়ে বিদ্যুতের নতুন সাবষ্টেশন নির্মাণ কাজ শুরু হয়েছে। রোববার পৌরসভার ভবেরবাজার এলাকায় এই সাবষ্টেশনের ফাইলিংয়ের কাজ হয়।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, সিলেটের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা ও উন্নয়ন প্রকল্প সহকারি প্রকৌশলী সাইদুর রহমান, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা আবাসিক (বিদ্যুৎ) প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ।
স্থানীয় বিদ্যুৎ আবাসিক প্রকৌশলী কার্যালয় সুত্র জানায়, সিলেটের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা ও উন্নয়ন প্রকল্প্রে আওতায় ২৫ কোটি টাকা ব্যয়ে ভবেরবাজার এলাকায় ৮০ শতাংশ ভূমিতে বিদ্যুতের সাবষ্টেশন কাজ নির্মিত হচ্ছে। ২০১৯ সালে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে প্রকল্পের কাজ পান টিকাদারী প্রতিষ্ঠান এনার্জি প্যাক লিমিটেড ঢাকা। আগামী বছর এ সাবষ্টেশনেরর কাজ শেষ হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলেও জগন্নাথপুর পৌরসভার ভবেরবাজার, ইসহাকপুর, ইনাতনগরসহ উপজেলার পাটলী, মিরপুর ও সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের ১০ হাজার গ্রাহণ বিদ্যুতের সুফল পাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জগন্নাথপুর উপজেলা আবাসিক (বিদ্যুৎ) প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ বলেন, জনসাধারণের জন্য বিদ্যুৎ সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে নতুন সাবষ্টেশন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। এটি বাস্তবায়িত হলে বিদ্যুতের লো-ভোল্টেজ ও ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট দুর হবে।

প্রকল্পের কাজের তদারকির দায়িত্বরত কর্মকর্তা সিলেটের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা ও উন্নয়ন প্রকল্প্রে সহকারি প্রকৌশলী সাইদুর রহমান বলেন, এলাকাবাসির সুবিধার্থে বিদ্যুতের নতুন সাবষ্টেশনের জন্য ৮০ শংতাংশ ভুমির মধ্যে ১০ লাখ টাকা ব্যয়ে ৬০শতাংশ ভূমি অধিগ্রহণ করা হয়েছে। অবশিষ্ট ২০ শতাংক ভুমি রয়েছে সরকারি। নতুন সাবষ্টেশন স্থাপিত হওয়ার পর ১০ হাজার গ্রহণ বিদ্যুতের সুফল পাবেন।

প্রসঙ্গত, ১৯৮৬ সালে সিলেটের কুমারকালি এলাকা থেকে জগন্নাথপুর উপজেলায় সর্বপ্রথম বিদ্যুতের সংযোগ দেওয়া হয়। ১৯৯৮ সালের দিকে জগন্নাথপুরে বিদ্যুতের লো-ভোল্টেজ ও ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট দেখা দিলে ২০১২ সালে স্থানীয় সংসদ সদস্য বর্তমান পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের প্রচেষ্ঠায় পৌরশহরের ইকড়ছই আবাসিক এলাকায় বিদ্যুতের সাবষ্টেশন স্থাপন করা হলে সৃষ্ট লো-ভোল্টেজের সমস্যা দুর হয়।