সন্ধ্যা ৭:২৯,   মঙ্গলবার,   ২৪শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৯ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২১শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

তাহিরপুরে কঠোর হচ্ছে প্রশাসন, পর্যটক সমাগমে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার:
বিধিনিষেধ উপেক্ষা করে সুনামগঞ্জের তাহিরপুর হাওরবেষ্টিত উপজেলায় প্রতিদিন ভিড় করছেন হাজার হাজার পর্যটক। কেউ বজরা নৌকায় করে টাঙ্গুয়ায় রাত্রিযাপন করছেন আবার কেউ ঘুরে বেড়াচ্ছেন বারেক টিলা, শহীদ শিরাজ লেক কিংবা জয়নাল আবেদীনের শিমুল বাগানের সবুজ দৃশ্য দেখতে।
শুক্রবার (১১ জুন) দুপুরে উপজেলা সদরে অবস্থান করা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা পর্যটকদের দ্রুত স্থান ত্যাগ করতে বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির।
এমন অবস্থায় পর্যটক বহন না করতে নৌঘাটকে নির্দেশ দেয়ার পাশাপাশি পর্যটন স্পটগুলোতে পর্যটকদের সমাগমে নিষেধাজ্ঞা জারি করেছে তাহিরপুর উপজেলা প্রশাসন। উপজেলার অন্যতম পর্যটন স্পট টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ (নীলাদ্রী) লেক, জয়নাল আবেদীন শিমুল বাগান, বারেকটিলাসহ এখানকার অন্যান্য দর্শনীয় স্পটগুলোতে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
গত বছরও করোনা প্রাদুর্ভাবের শুরুতেই সুনামগঞ্জের অন্যতম এ পর্যটন এলাকা তাহিরপুরে পর্যটকদের আগমনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। একটা পর্যায়ে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বিধিনিষেধে কিছুটা শিথিল করা হলেও করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় পর্যটকদের আগমনে ফের কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রায়হান কবির জানিয়েছেন, আজ দুপুর থেকে উপজেলা সদরের বিভিন্ন স্থানে পর্যটকদের আনাগোনা ছিল লক্ষণীয়। দূরদূরান্ত থেকে ছুটে আসা এসব পর্যটকবাহী নৌকা ও বাস ফিরিয়ে দেয়া হয়েছে। পাশাপাশি দেশব্যাপী করোনা ভাইরাস বিস্তাররোধে উপজেলার পর্যটন স্পটগুলোতে পূর্বের মতই পর্যটকদের সমাগমে নিষেধাজ্ঞা বলবত রয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে তাহিরপুর থানা পুলিশ ও টেকেরঘাট পুলিশ ফাঁড়িকে নির্দেশনা দেয়া হয়েছে।