বিকাল ৫:২২,   মঙ্গলবার,   ২৪শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৯ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২১শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

৭৪ লাখ টাকার বালু-পাথর জব্দ,নিলামে বিক্রি

স্টাফ রিপোর্টার:
সদর উপজেলার চলতি নদী থেকে অবৈধভাবে উত্তোলনকৃত ১ লাখ ঘনফুট পাথর এবং ২ লাখ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। সোমবার (১৪ জুন) বিকেলে চলতি নদীর সুনামগঞ্জ সদর উপজেলায় সিলেটের পরিবেশ অধিদপ্তর, পুলিশ, র‌্যাব-৯ সুনামগঞ্জ ও জেলা প্রশাসন এ যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানে এসব পাথর-বালু জব্দ করা হয়। পরে জব্দকৃত পাথর এবং বালি তাৎক্ষণিক নিলামে ভ্যাট ও আইটিসহ পাথর ৫০ লাখ ২০ হাজার টাকা এবং বালু ২৪ লাখ ১৫ হাজার টাকায় বিক্রি করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন।
তিনি আরও, এখানে কোন ইজারা নেই। কিন্তু নদীর পাড় কেটে একটি চক্র বালু-পাথর উত্তোলন করছে। তাই যৌথ ভাবে অভিযান পরিচালনা করে বালু-পাথরগুলো জব্দ করে তাৎক্ষনিক নিলামে বিক্রি করা হয়েছে।