দুপুর ১:২৬,   মঙ্গলবার,   ২৪শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৯ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২১শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মূর্তির উপর পা দিয়ে ফেসবুকে ছবি, যুবক আটক

স্টাফ রিপোর্টার:
মন্দিরে ঢুকে হিন্দুদের দেবতার মূর্তি অবমাননার অভিযোগে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ থেকে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুন) সন্ধার দিকে পুলিশ তাকে আটক করে। আটক যুবকের নাম ফাহিম আহমেদ (২০)। সে ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রামের মো. রিপন মিয়ার ছেলে।
জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের শ্রীশ্রী লোকনাথ মন্দিরের ভেতরে প্রবেশ করেন ফাহিম। এরপর মুর্তির উপর পা রেখে ছবি তুলে তা নিজের ফেসবুকে পোস্ট করেন। এই ছবি ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
খবর পেয়ে শুক্রবার (২৫ জুন) দুপুর সাড়ে ১২টায় ব্রাহ্মণগাঁও গ্রামের শ্রীশ্রী লোকনাথ মন্দিরের ছুটে যান দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির আহমদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।
ব্রাহ্মণগাঁও গ্রামের শ্রীশ্রী লোকনাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি নান্টু দাস বলেন, গত বৃহস্পতিবার দুপুরে তিন যুবক মোটরসাইকেলযোগে মন্দির দেখতে এসেছিল। মন্দিরের পুরোহিতকে তারা জানিয়েছে তাদের বাড়ি ছাতকে। তারা মন্দিরে ১৫/২০ মিনিট ছিল। এসময় তারা ছবি তুলেছে কিনা কেউ দেখতে পায়নি। শুক্রবার সকালে হঠাৎ করে আমার বোন ফেসবুকে আমাদের মন্দিরের বিগ্রহের উপরে পা রাখার ছবি প্রচার হওয়ার বিষয়টি দেখতে পায়। এরপর আমরাও দেখতে পাই। কেউ মন্দির পরিদর্শন করতে এসে এভাবে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে এটা আমরা কল্পনাও করিনি।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মন্দির পরিচালনা কমিটি ও মন্দিরের পুরোহিতের সাথে কথা বলেছি। অভিযান পরিচালনা করে অভিযুক্ত ফাহিমকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।