রাত ৩:৩০,   মঙ্গলবার,   ২৪শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সদর হাসপাতা‌লে অ‌ক্সি‌জেন ব্যাংক চালু

স্টাফ রি‌পোর্টার:
দে‌শে প্র‌তি‌দিনই বাড়‌ছে ক‌রোনা ভাইরা‌নে আক্রান্ত রোগী ও মৃ‌তের সংখ্যা। ‌পি‌ছি‌য়ে নেই হাও‌রের জেলা সুনামগঞ্জও। এ‌জেলায় আশঙ্কা জনকভা‌বে বাড়‌ছে আক্রান্ত রোগীর সংখ্যা। মারা যা‌চ্ছেন অ‌নে‌কে। চি‌কিৎসার পর্যাপ্ত সু‌যোগ সুবিধা না থাকায় অ‌নেক রোগী‌কে যে‌তে হয় বিভাগীয় শহর সি‌লে‌টে।
সুনামগ‌ঞ্জের ক‌রোনা রোগীর সংখ্যা বৃ‌দ্ধি ও অ‌ক্সি‌জেন স্বল্পতার কথা বি‌বেচনা ক‌রে দে‌শের বৃহৎ শিল্প গোষ্ঠী আবুল খা‌য়ের গ্রুপ সুনামগঞ্জ সদর হাসপাতা‌লে অ‌ক্সি‌জেন ব্যাংক চালু ক‌রে‌ছে। হাসপাতা‌লে বিনামূ‌ল্যে অক্সিজেন ব্যাংক চালু করে সেবা দি‌চ্ছে গ্রুপটি।
‌বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন সুনামগঞ্জ-৪ আস‌নের সাংসদ অ্যা‌ভো‌কেট পীর ফজলুর রহমান মিসবাহ।
‌তি‌নি জানান, সুনামগঞ্জ সদর হাসপাতালে বিনামূল্যের অক্সিজেন ব্যাংক চালু করেছে আবুল খায়ের গ্রুপ। একসঙ্গে এই অক্সিজেন ব্যাংক থেকে ৬টি সিলিন্ডার রিফিল করা যাবে। এখানে আবুল খায়ের গ্রুপের নিয়োজিত একজন অপারেটর ও স্টাফ সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন।