রাত ১:২৯,   মঙ্গলবার,   ২৪শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে স্বাস্থ্যবিধি না মানায় ৯জনকে অর্থদণ্ড

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর:
ঈদুল আজহা পরিবর্তী কঠোর লকডাউনের প্রথম দিনে সরকারের ঘোষিত বিধিনিষেধ না মানায় সুনামগঞ্জের জগন্নাথপুরে ৯ জনকে জরিমানা প্রদান করা হয়েছে।
শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুপম দাশের পৃথক ভ্রাম্যমান আদালতের অভিযানে এ জরিমানা প্রদান করা হয়।
জানা যায়,করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে শুক্রবার থেকে দেশজুড়ে দুই সপ্তাহের কঠোর লকডাউন শুরু হয়েছে।
লকডাউন কার্যকর করতে প্রথম দিনে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতিতে জগন্নাথপুর সদর বাজার, হাসপাতাল পয়েন্ট, কেশবপুর বাজারসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় সরকারি বিধিনিষেধ না মানায় ৯ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ বলেন, সরকারি বিধি নিষেধ বাস্তবায়নে আমরা মাঠে কাজ করছি।