রাত ১:২৬,   মঙ্গলবার,   ২৪শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

লকডাউন অমান্য, দোয়ারাবাজারে ১৫ জনকে জরিমানা

নিউজসুনামগঞ্জ ডেস্ক:
সরকার ঘোষিত কঠোর লকডাউনের শর্তাবলী অমান্য করায় সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৯ টি মামলায় ১৫ জনকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম। এসময় সার্বিকভাবে সহযোগিতা করে বাংলাদেশ সেনাবাহিনীর টিম ও দোয়ারাবাজার থানার পুলিশ।
এদিকে- আগামীকাল মঙ্গলবার থেকে বিকেল ৩ টার পর যেন নিত্যপ্রয়োজনীয় দোকানপাট, মাছ বাজার ও সবজির দোকান খোলা না থাকে সেই লক্ষ্যে সতর্কতামূলক প্রচারণা করা হয়।
এ সময়ে সকলকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার এবং সার্বক্ষণিক মাস্ক পরিধান করার জন্য অনুরোধ করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আরিফুল ইসলাম। তিনি বলেন, অন্যতায় অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সূত্র: সিলেটভয়েস