রাত ১১:২৩,   সোমবার,   ২৩শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ইসলামগঞ্জ ডিগ্রি কলেজে’র জাতীয় শোক দিবস পালন

নিউজসুনামগঞ্জ ডেস্ক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সদর উপজেলার ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের উদৌগে “চিরভাস্মর শেখ মুজিব” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রোববার (১৫ আগস্ট) সকাল ১১টায় শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া করা হয়। প্রভাষক মো.ফজলুল হক দোলনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.সাজিনুর রহমান।
প্রভাষক সালেহ আহমদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি বলেন, যার আহবানে ১৯৭১ সালে বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, হতভাগা জাতি তাকেই ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট স্বপরিবারে নির্মমভাবে হত্যা করে। যা বাঙালি জাতির তথা পৃথিবীর ইতিহাসের এক বর্বরতম অধ্যায়। তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে কিন্তু তাঁর আদর্শকে হত্যা করতে পারেনি। তিনি জাতির পিতার আসন নিয়ে বাঙালি জাতির মানসপটে চিরভাস্মর হয়ে থাকবেন। তিনি আজকের দিনে শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর আদর্শে প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে দেশকে এগিয়ে নেয়ার আহবান জানান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক উম্মে নুসরাত সুলতানা।
সভা শেষে ১৫ আগস্টের কালরাতে সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা হাফিজ শওকত আলী।
সভার শুরুতে আল কোরআন থেকে তিলাওয়াত করেন প্রভাষক সালেহ্ আহমদ ও গীতা পাঠ করেন শরীরচর্চা শিক্ষক দিলীপ কুমার দাশ।