রাত ৯:৩২,   সোমবার,   ২৩শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ছাতকের পৌর মেয়রের বিরুদ্ধে যৌন হয়রানী অভিযোগে মামলা

স্টাফ রিপোর্টার:
ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর বিরুদ্ধে যৌন হয়রানী অভিযোগে এনে মামলা দায়ের করেছেন একই পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর।
মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইবুন্যালে হাজির হয়ে ছাতক পৌরসভার বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরীর বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ এনে পৌরসভার ওই ওয়ার্ডের বর্তমান মহিলা কাউন্সিলর এ মামলা দায়ের করেন।
মামলার এজাহারে ঐ নারী কাউন্সিলর বলেন, দীর্ঘদিন ধরে পৌরসভার বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরী তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব ও নানাভাবে হয়রানি করে আসছেন। গত ২২ আগষ্ট দুপুরে পৌরসভার একটি সভা শেষে মেয়র সবাইকে বিদায় করে তাকে রুমে বসতে বলে পরে তাকে একা পেয়ে তার সাথে যৌন হয়রানীর চেষ্টা ও শ্লীলতাহানি করেন মেয়র।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জাকির হোসেন মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট নান্টু রায় বলেন, এক নারী কাউন্সিলর তার পৌরসভার মেয়রের বিরুদ্ধে যৌন হয়রানীর চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ এনে মামলা করেছেন আদালত সেই মামলা তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন।