রাত ৯:৩১,   সোমবার,   ২৩শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে জেপি চক্ষু সেবা কেন্দ্রের উদ্ধোধন

জগন্নাথপুর প্রতিনিধি:
জগন্নাথপুর উপজেলা সদরের হাসপাতাল পয়েন্টে জেপি চক্ষু সেবা কেন্দ্রের উদ্ধোধন করা হয়েছে। বুধবার বিকেলে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধু সুধন ধর আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এ চক্ষু সেবা কেন্দ্রের উদ্ধোধন করেন।এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা সুপ্রিয়া রায়, দৈনিক প্রথম আলোর জগন্নাথপুর প্রতিনিধি অমিত দেব, জেপি চক্ষু সেবা কেন্দ্রের পরিচালক ইমাম হোসেন চৌধুরী ইমন, মহিবুর রহমান দুদু, মারুফ মিয়া, মারফ মিয়া, সোহেল রানা, ইকবাল হোসেন, রিংকু আদিত্য, প্রতাপ দাস, সাইফুল ইসলাম, পরিন্দ্র সূত্র ধর, মারুফ মিয়া জগন্নাথপুর এক্সরের টেকনিশিয়ান মিজানুর রহমান ও মোস্তাক আহমেদ জীবন উপস্থিত ছিলেন। জেপি চক্ষু সেবা কেন্দ্রের উদ্ধোধন করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধু সুধন ধর বলেন,জগন্নাথপুর উপজেলাবাসীর চক্ষু সেবা নিশ্চিতে জেপি চক্ষু সেবা কেন্দ্র বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করছি। তিনি বলেন, সেবার মানসিকতা নিয়ে এ প্রতিষ্ঠান কে এগিয়ে নিতে হবে। মানুষ যাতে এখানে এসে সেবা পায় তা নিশ্চিত করতে হবে। কোন অবস্থায় মানুষ যাতে হয়রানি ও অপচিকিৎসার শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন।