সন্ধ্যা ৭:২০,   সোমবার,   ২৩শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বাদাঘাট বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত দোকানপাট পরিদর্শন করলেন ইউএনও

তাহিরপুর প্রতিনিধি:
বাদাঘাট বাজারে আগুনে পুরে ক্ষতিগ্রস্ত দোকানপাট পরিদর্শন করেন তাহিরপুর ইউএনও এ সময় তাহার সাথে ছিলেন বাদাঘাট ইউপি চেয়ারম্যান আফতাবউদ্দিন, বাদাঘাট বণিক সমিতির সভাপতি সেলিম হায়দার, সাধারন সম্পাদক মাসুক মিয়া। পরিদর্শনের সময় তিনি ক্ষতিগ্রস্ত দোকানগুলোর জন্য বিধি অনুযায়ী ক্ষতিপূরণের আশ্বাস দেন।
বৃহস্পতিবার বিকেলে বাদাঘাট বাজারের ভিতরে সরকারী রাস্তা ও পথচারী চলাচলের স্থান হতে সকল ভাসমান দোকানকে নির্ধারিত স্থানে সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। কোন স্থায়ী দোকানও তার দোকানের বাইরে উন্মুক্ত স্থানে পণ্য রাখতে/বিক্রি করতে পারবেনা। তাছাড়া, এসকল স্থানে মোটর সাইকেলসহ সব ধরণের পার্কিং নিষিদ্ধ করা হয়েছে। ব্যাটারি চালিত অটোরিকশা এবং সিএনজি স্ট্যান্ড বাজারের বাইরে সরিয়ে দেওয়ার জন্যও সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন।