সন্ধ্যা ৭:২৮,   সোমবার,   ২৩শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুর পৌরসভার ৫১ কোটি টাকার বাজেট ঘোষণা

জগন্নাথপুর প্রতিনিধি:
জগন্নাথপুর পৌরসভার ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় পৌর পরিষদ মিলনায়তনে ৫১ কোটি ৪১ লাখ ৩০ হাজার টাকার এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো. আক্তার হোসেন। বাজেটে মোট আয় ধরা হয়েছে ৫১ কোটি ৪১ লাখ ৩০ হাজার, ব্যয় ধরা হয় ৫১ কোটি ৩৮ লাখ ৩০ হাজার টাকা। এতে রাজস্ব আয় ধরা হয়েছে ১ কোটি ৯১ লাখ ৩০ হাজার টাকা আর উন্নয়ন আয় ধরা হয়েছে ৪৯ কোটি ৫০ লাখ টাকা।
রাজস্ব ব্যয় দেখানো হয় ১ কোটি ৮৮ লাখ ৩০ হাজার টাকা, উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ৫০ লাখ টাকা। বাজেটে সার্বিক উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩ লাখ টাকা।
মেয়র আক্তার হোসেনের সভাপতিত্বে ও সচিব সতীশ গোস্বামী’র পরিচালনায় বাজেট অনুষ্ঠানে বক্তব্য দেন, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, কাউন্সিলর শফিকুল হক ও কৃষ্ণ চন্দ্র চন্দ। এ সময় উপজেলায় কর্মরত প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ পৌরসভার সকল কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।