বিকাল ৫:২১,   সোমবার,   ২৩শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ডেঙ্গুতে ভোগে মারা গেলেন সাবেক হুইপ আছপিয়া

স্টাফ রিপোর্টার:
ডেঙ্গু জ্বরে আক্রান্ত মারা গেছেন প্রবীন রাজনীতিবিদ অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়া (৮৫)। বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় মারা গেছেন।
তিনি বর্তমানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন। এ ছাড়াও অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়া সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। তিনি ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই মারা যান এই রাজনীতিবিদ। জেলা বিএনপির দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত এক মাস ধরে ডেঙ্গু আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে শারিরিক অবস্থা অবনতি হলে দুপুর ২ টায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে আছপিয়ার বয়স ছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তবে জানাজার নামাজ পরবর্তীতে জানানো হবে বলে জানান তিনি।
সুনামগঞ্জ-৪ আসন থেকে চারবার সাংসদ নির্বাচিত হওয়া ফজলুল হক আছপিয়া অষ্টম জাতীয় সংসদে সরকার দলীয় হুইপের দায়িত্ব পালন করেন।