বিকাল ৩:১৭,   সোমবার,   ২৩শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

তাহিরপুরে কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধংস্ব

তাহিরপুর প্রতিনিধি:
তাহিরপুর বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে প্রায় লক্ষাধিক টাকার কারেন্টের জাল জব্দ করে বৌলাই নদীর পাড়ে আগুনে পুড়ানো হয়েছে। বুধবার (২২সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিনের নেতৃত্বে বিশেষ অভিযানে ৭৬কেজি কারেন্ট জাল জব্দ করেন।
আগুনে পুড়ানো কারেন্ট জালের বর্তমান বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন তাহিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার হোসেন।
তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন জানান, কারেন্ট জাল জব্দ করার সময় দোকানীদের ঘটনাস্থলে পাওয়া যায়নি। তারা পালিয়ে গেছে। কারেন্ট জাল দিয়ে মাছের অভয়আশ্রম ধংস্ব করে ফেলে কিছু অসাধু জেলেরা তাই তারা যাতে বাজার থেকে কারেন্ট জাল ক্রয় করতে পারে না সে জন্য এই অভিযান চালানো হয়েছে। মৎস্য প্রজনন মৌসুমে এ অভিযান অব্যহত থাকবে।