বিকাল ৩:১৩,   সোমবার,   ২৩শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

তাহিরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে বিতর্ক প্রতিযোগিতা

তাহিরপুর প্রতিনিধি:
তাহিরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২১ উদযাপন উপলক্ষে “তথ্য আমার অধিকার জানা আছে কি সবার” এই শ্লোগানকে নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শনিবার (২৫সেপ্টেম্বর) সকালে তাহিরপুর উপজেলা হল রুমে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো: রায়হান কবিরের সভাপতিত্বে, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান এর সঞ্চালনায়, বিচারকের দায়িত্বে ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু সাঈদ।
প্রতিযোগিতায় ৮টি দল অংশ গ্রহণ করে। এবং পক্ষে-বিপক্ষে যুক্তি খন্ড ধার করিয়ে উপজেলায় ১ম স্থান অর্জন করে তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের তাসনিয়া সুলতানা সুচীর নেতৃত্বে সহযোগি হিসাবে ছিলেন তাবাসসুম তাসনিম মুমু ও অরুনিমা পুরকায়স্থ।
এ সময় উপস্থিত ছিলেন, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ ইয়াহিয়া তালুকদার, জাকির হোসেন চৌধুরী, মাহবুবুল আলম সুমন প্রমূখ। এ ছাড়াও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।